সকলকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটির বহুল ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশ সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই “রুপকল্প-২০২১” বাস্তবায়নের লক্ষ্যে সরকার বিভিন্নমুখী কর্মসূচী গ্রহণ করেছে এবং এ লক্ষ্য বাস্তবায়নে তথ্য প্রযুক্তি সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। মানব সম্পদ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে সুদক্ষ ও যোগ্য মানব সম্পদ গড়ে তোলা সম্ভব। তাই বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত কারিগরি শিক্ষাই সময়োপযোগী এবং জাতী গঠনে সহায়ক একটি কর্মমূখী শিক্ষা হিসেবে দেশ ও আর্ন্তজাতিক পরিমন্ডলে ব্যাপক স্বীকৃতি লাভ করেছে। অনলাইনে ভর্তি ও পরীক্ষার রেজাল্ট প্রনয়ন এদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় শিক্ষা বোর্ড সমূহ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে যে যুগান্তকারী কর্মকান্ডের উদ্যোগ গ্রহণ করেছে তারই অংশ হিসেবে অত্র প্রতিষ্ঠানের জন্য নিজস্ব ডায়নামিক ওয়েবসাইট করা হয়েছে। উক্ত ওয়েবসাইট হতে প্রতিষ্ঠানের যাবতীয় সকল কার্যাবলী সম্পর্কে জানা যাবে। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বিবেচনা করে অনলাইনে Software ব্যবহার করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা সকল প্রকার নোর্টিশ, পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত তথ্যাদি সহজেই জানতে পারবে। তাই এই কলেজের ওয়েবসাইট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য আগ্রহী সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধায়ীদেরকে বিশেষভাবে অনুরোধ করা হল। পরিশেষে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে সকলকে প্রয়োজনীয় সকল তথ্য ও সুবিধা দিতে পারার আশাবাদ ব্যক্ত করছি।